Posts

Showing posts from January, 2018

ভার্চুয়াল আইডি চালু করতে চলেছে আধার-কর্তৃপক্ষ তথ্য-গোপনীয়তা বজায় রাখতে আরো জানতে নীচে পড়ুন

Image
আধারের গোপনীয়তা রক্ষা নিয়ে একাধিক অভিযোগ ও উদ্বেগ প্রশমন করতে অভিনব উদ্যোগ নিল কেন্দ্র। আধার-তথ্যের গোপনীয়তার রক্ষার কথা মাথায় রেখে এবার ভার্চুয়াল আইডি চালু করতে চলেছে আধার কর্তৃপক্ষ। এর ফলে গ্রাহককে আর ১২ ডিজিটের আধার নম্বর কাউকে জানাতে হবে না। তার বদলে তাঁরা ওয়েবসাইট থেকে ভার্চুয়াল আইডি তৈরি করতে পারবেন। ইউআইডিএআই-এর তরফে জানানো হয়েছে, এই ভার্চুয়াল আইডি-তে থাকবে ১৬ ডিজিটের একটি নম্বর। এর থেকে কোনও সংস্থা শুধু গ্রাহকের নাম, ঠিকানা আর ছবি পাবে। আগামী ১ মার্চ থেকে এই নতুন ব্যবস্থা চালু হবে বলে আশা আধার-কর্তৃপক্ষের। জানা গিয়েছে, একজন গ্রাহক যতবার ইচ্ছে ওয়েবসাইট থেকে ভার্চুয়াল আইডি তৈরি করতে পারবেন। নতুন ভার্চুয়াল আইডি তৈরি হলেই পুরনো ভার্চুয়াল আইডি নষ্ট হয়ে যাবে। নতুন সিমকার্ড দেওয়া সহ বেশ কিছু কাজ এই ভার্চুয়াল আইডি-তেই হয়ে যাবে। ইউআইডিএআই জানিয়েছে, মার্চের শেষ থেকে তা চালু হলেও, আরও তিনমাস পর, অর্থাৎ আগামী ১ জুন থেকে এই নতুন ব্যবস্থাকে বাধ্যতামূলক করার ভাবনা রয়েছে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, এবার থেকে ভেরিফিকেশনের জন্য ‘লিমিটেড কেওয়াইসি’-র নীতি মেনে চলা হবে। এর আওতায়,  টেলিকম সহ সংশ

শুধু গ্রুপ চ্যাটিং-এ নয়। এখন থেকে নর্ম্যাল ফোন কিংবা ভিডিও কলের ক্ষেত্রেও বদল আনছে হোয়াটসঅ্যাপ।

Image
নতুন বছরের শুরুতেই চমক দিল জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মতো, একসঙ্গে অনেকগুলি ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে এবার।  গত বছর অনেকগুলি ফিচার এনে চমক দিয়েছিল  হোয়াটসঅ্যাপ । নতুন ফিচারগুলির মধ্যে অন্যতম ছিল ‘ভিডিও কল’। অন্য ভিডিও কলিং অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপের ভিডিও কলে অনেক সুবিধা পাওয়া যেত।ফেসবুকে ম্যাসেজ করার সময় অনেক স্টিকার পাঠানো যায়। জনপ্রিয় অভিনেতা থেকে ফুটবলার, সবধরণের স্টিকারই পাওয়া যায় ফেসবুকে। সেই ধাঁচেই এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে স্টিকার। তবে শুধুমাত্র গ্রুপচ্যাটিং-এর সময়েই স্টিকারগুলি পাওয়া যাবে বলে জানা গিয়েছে।  একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গ্রুপ চ্যাটিং-এর ক্ষেত্রে আরও একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে একসঙ্গে অনেকে মিলে ফোন কিংবা ভিডিও কল করতে পারবে হোয়াটসঅ্যাপে। হোয়টসঅ্যাপের শেষ আপডেট ভার্সনে গ্রু চ্যাটিং-এ ‘জিআইএফ’ ফিচারটি যুক্ত হয়েছিল। এবার নতুন বছরের শুরুতেই এতগুলি বদল এনে চমক দিল ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপ। শুধু গ্রুপ চ্যাটিং-এ নয়। এখন থেকে নর্ম্যাল ফোন কিংবা ভিডিও কলের ক্ষেত্রেও বদল আনছে হোয়

সারা দেশে ব্যাঙ্কগুলিকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশনা জানতে নীচে পড়ুন

Image
200 টাকা নোটের এই খবরটি প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, সব নোট সম্পর্কিত নির্দেশাবলী জারি করে।হ্যাঁ, আপনি শীঘ্রই এটিএম থেকে 200 টাকার নোট পাবেন। এর জন্য, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অন্য সব ব্যাঙ্কগুলিকে নির্দেশনা দিয়েছে।দেরাদুনের একজন ব্যাঙ্ক কর্মকর্তা বলেন যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ছোট নোটের সঞ্চালনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বলেছে যে এটিএম এ পরিবর্তন করতে হবে।তথ্য অনুযায়ী, ব্যাঙ্ককে সারাদেশে 2.2 মিলিয়ন এটিএম মেশিন পরিবর্তন করতে হবে। যার জন্য প্রতিটি এ.টি.এম. জন্য আনুমানিক খরচ হবে 5000 টাকা। মনে রাখবেন, নোট তৈরি করার পরে, 2000 এবং 500 টি নোট জারি করা হয়েছে। কিন্তু ছোট নোটের প্রাপ্যতা ওভার পেয়েছে।অতএব, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক থেকে একটি নোট জারি করা হয়েছে 200,কিন্তু এখন পর্যন্ত এটি কেবল ব্যাঙ্ক থেকে পেয়েছে। এটিএম পরিবর্তন করার পর আপনি সহজেই এটি পাবেন।