Posts

Showing posts from December, 2017

জিও-র ‘হ্যাপি নিউ ইয়ার’ প্ল্যান! অবিশ্বাস্য দামে দিনে ২ জিবি করে ডেটা

Image
সস্তার প্ল্যান বাজারে এনে চমক দেওয়া রিলায়েন্স জিও-র স্বভাব হয়ে গিয়েছে। তেমনই আবার চমক দিল জিও। এই টেলিকম সংস্থা বাজারে নিয়ে এল ‘হ্যাপি নিউ ইয়ার প্ল্যান’। এর মধ্যে রয়েছে দু’টি প্ল্যান— একটি ১৯৯ টাকার আর অন্যটি ২৯৯ টাকার। ১৯৯ টাকার প্ল্যানে দিনে ১.২ জিবি করে ৪জি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ থাকবে। অর্থাৎ মাসে মোট ৩৩.৬ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। এ ছাড়াও ফ্রি ভয়েস কলিং পাওয়া যাবে এই প্ল্যানটিতে। ২৯৯ টাকার প্ল্যানেও দিনে ২ জিবি করে হাইস্পিড ডেটা পাবেন গ্রাহকরা। ২৮ দিন বৈধ থাকবে প্ল্যানটি। অর্থাৎ প্ল্যানটিতে ৫৬ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এতেও ফ্রি ভয়েস কল পাওয়া যাবে। এই প্ল্যান দু’টি ছাড়াও জিও-র আরও সস্তার প্ল্যান রয়েছে। তাই আবারও যে ভোডফোন, এয়ারটেল-এর সামনে জিও বড়সড় চ্যালেঞ্জ এনে দিল, তা বলাই বাহুল্য। Ei Samay  

ভাবনা শেষ লাগবে না কোনও জ্বালানি, এবার ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখলেই তৈরি হবে ভাত কীভাবে জানতে চাইলে নীচে পড়ুন

Image
            ঠাণ্ডা জলে দিব্যি তৈরি ভাত? শুনেছেন কখনও? না শুনে থাকলেও, এবার তা খাবার সুযোগ মিলবে। কারণ নতুন বছরে রাজ্যবাসীর কাছে কৃষি বিজ্ঞানীদের উপহার কোমল ধান। এই ভাত রান্না করতে লাগবে না কোনও জ্বালানি। বাঁচবে সময়ও। কোমল। নামেই পরিচয়। কোনও জ্বালানির প্রয়োজন নেই। ভয় নেই হাত পোড়ার। আধ ঘণ্টা ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখলেই ফুলে উঠবে এই ধানের চাল। সবজি, মাছ-মাংস দিয়ে সেভাবে খাওয়া না গেলেও, দই-গুড় দিয়ে অনায়াসেই খেতে পারেন কোমল ভাত। দশ বছর ধরে নদিয়ার ফুলিয়ায়, রাজ্য সরকারের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা চালিয়েছেন। অবশেষে সাফল্য। কোমল ধান চাষে রাসায়নিক সারও লাগে না। কীটনাশকেরও প্রয়োজন কম। ফলে লাভের মুখ দেখছেন চাষিরাও৷ কোমল ধান চাষে উৎসাহ যোগাতে উদ্যোগী রাজ্য সরকার। ফলন বাড়লে ভিন রাজ্যে রফতানির ভাবনাও আছে। নেই জ্বালানি বা সারের খরচ। বাঁচবে সময়। নতুন এই কোমল ধানের ভাত খেতে অপেক্ষা আর মাত্র কিছুদিনের।  24 Ghanta  

পেটিএম 5000 ক্যাশব্যাক অফার: গ্যারান্টিযুক্ত ₹ 5000 ক্যাশব্যাক ইউপিআই ব্যবহার করে অর্থ পাঠান

Image
আপনি যদি পেটিএম ইউপিআই ব্যবহারকারী হন, তাহলে পেটিএম আপনার জন্য একটি আশ্চর্যজনক অফার নিয়ে এসেছে 5000 ক্যাশব্যাক অফার। এই ইউপিআই অফারের অধীনে, পেটিএম ব্যবহারকারীদের যে সমস্ত ইউপিআই ID তৈরি করে এবং ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠায় সেটি অবশ্যই 5000 টাকা ক্যাশব্যাক পেটিএম ওয়ালেটে পাবে। পেটিএম এ 5000 ক্যাশব্যাক অফার পেতে পেটিএম ভীম ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠান।প্রথমত এই পেমেন্ট ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে, আপনাকে পেটিএম ভীম ইউপিআই ID রেজিস্টার করতে হবে। তাই প্রক্রিয়াটি সহজ এবং আপনার জন্য, 2 টি প্রসেসের মধ্যে পুরো প্রক্রিয়া বিভক্ত আছে 5000 এর ক্যাশব্যাক উপভোগ করতে নীচের একই কথা অনুসরণ করুন। ধাপ 1: পেটিএম ইউপিআই ঠিকানা তৈরি করুন Paytm App- এর সর্বশেষ সংস্করণটি পেতে আপনার ডিভাইসে paytm অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। আপনার লগইন বিশদ দিয়ে সাইন ইন করুন। হোমপেজে "BHIM UPI" আইকনে ক্লিক করুন। আপনার ব্যাংক নির্বাচন করুন পরবর্তী পৃষ্ঠায় একটি সিম (ডুয়াল সিম কার্ডের জন্য) নির্বাচন করুন যা আপনার পেটিএম এবং ব্যাঙ্ক একাউন্টের সাথে যুক্ত করুন। পেটিএম লিঙ্কযুক্ত ব্যাংক একাউন্ট যাচাই করে নিশ্চিত করব

Paytm 5000 Cashback Offer: Guaranteed ₹5000 Cashback | Send Money Using UPI

Image
Paytm 5000 Cashback Offers – Send Money Using Paytm Bhim UPI & Get Rs 5000 Cashback Are you a Paytm UPI user, if no then Paytm has come up with an amazing offer for you i.e “Paytm 5000 Cashback Offer”.  Under this UPI offer, all users of paytm who creates UPI address and sends money via UPI will get Guaranteed ₹5000 Cashback into the paytm wallet. How To Get Paytm 5000 Cashback Offer Via Paytm Bhim UPI Send Money Firstly to avail this paytm cashback offer, you need to register for the Paytm Bhim UPI address. So to make the process easy and simple for you, we have divided the whole process into 2 processes. Follow the same mentioned below to avail the cashback of 5000. Step 1: Create Paytm UPI Address Click here to download  & update the paytm app on your device to get the latest version of Paytm App. Install or Open the app. register/Sign in with your login details. Click On “BHIM UPI” icon on the homepage. Select your bank. In the next page select a SIM (for dual sim card phon

নভেম্বরে GST সংগ্রহের পরিমাণ কত জানেন ?

Image
নতুন দিল্লি: জিএসটি সংগ্রহের আগের মাসে নভেম্বরে ৮০৮০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত মাসে ৮৩,০০০ কোটি টাকার চেয়ে কম ছিল।২৫ শে ডিসেম্বর পর্যন্ত জিএসটি-র মোট সংগ্রহ ৮০ হাজার ৮০৮ কোটি টাকা এবং নভেম্বরে ৫৩.০৭ লাখ রিটার্ন জমা হয়েছে, একটি অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।৮০ হাজার ৮০৮ কোটি টাকা সংগ্রহের মধ্যে ৭ হাজার ৭৯৮ কোটি টাকার ক্ষতিপূরণ উপায়ে নভেম্বরে উত্তোলিত হয়েছে - জিএসটি-র রদবদল পঞ্চম মাসে।এছাড়া কেন্দ্রীয় জিএসটি পরিমাণে ১৩,০৮৯ কোটি টাকা, রাজ্য জিএসটি ১৮,৬৫০ কোটি টাকা, ৪১ হাজার ২৭০ কোটি টাকা ইন্টিগ্রেটেড গডস এন্ড সার্ভিসেস ট্যাক্স (Integrated Goods and Services Tax)। তাছাড়া ১০ হাজার ৩৪৮ কোটি টাকা আইজিএসটি থেকে সিজিস্ট অ্যাকাউন্টে স্থানান্তরিত হচ্ছে এবং জিএসএসটি থেকে এসজিএসটি অ্যাকাউন্টে ১৪,৪৮৮ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে যাতে জিএসএসটি ক্রেডিটটি ক্রমান্বয়ে ব্যবহার করা যায়। ভোক্তা লেনদেনের জন্য আন্তঃ রাষ্ট্রীয় ব্যবসা।এভাবে ২৪ হাজার ৮৩৬ কোটি টাকার আইজিস্ট থেকে সিঙ্গাপুর / এসজিএসটি অ্যাকাউন্ট নিষ্পত্তি করা হচ্ছে।এভাবে ডিসেম্বর, ২০১৭ (ডিসেম্বর ২৫) পর্যন্ত CGST এবং SGST

অনেকদিন পর রাজনীতিতে আশা নিয়ে মন্তব্য করলেন রজনীকান্ত

Image
তামিল সুপারস্টার রজনীকান্ত তামিলনাড়ুর তার লক্ষ লক্ষ ভক্তকে 31 ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে, যখন তিনি তার রাজনৈতিক পরিকল্পনা প্রকাশের সম্ভাবনা দেখিয়েছেন।গত কয়েক মাস ধরে তামিল রাজনীতির অন্দরমহলে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। রজনীকান্ত কি রাজনীতিতে আসছেন? তিনি কি বিজেপি-তে যোগ দেবেন? নাকি নিজের দল গড়বেন? দক্ষিণী ফিল্মের দেবতা নিজেও সে জল্পনা উস্কে দিয়েছেন বার বার। রাজনীতিতে পা রাখা নিয়ে কখনও বলেছেন, “ঝড়ের জন্য তৈরি থাকুন।” আবার কখনও বলেছেন, “ঈশ্বরের ইচ্ছা হলে, কালকেই রাজনীতিতে আসব।” ঘনিষ্ঠ মহলেও সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। বিজেপি শিবিরের সঙ্গেও যোগাযোগ রেখেছেন তিনি। জয়ললিতার মৃত্যুর পর তামিল রাজ্য রাজনীতিতে যখন নেতৃত্বের টানাপড়েন শুরু সে সময় রজনীকান্তের উপরে সমস্ত আশা-ভরসা রেখেছেন তাঁর ভক্ত-কূল। তাঁদের মতে, তামিল রাজনীতিতে রজনীর পূর্বসূরি জয়ললিতা, এম জি রামচন্দ্রনের মতোই যোগ্য নেতা হয়ে উঠবেন তাঁদের থালাইভা।চেন্নাইতে তার অনুরাগীদের সাথে অনুরাগীদের ছয় দিনের দীর্ঘ ছবির সেশনের উদ্বোধনের দিন, 67-বছর-বয়সী অভিনেতা বলেন যে তিনি রাজনীতিতে প্রবেশ করতে দ্বিধ